Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিজিএফ
ভিজিডি কার্ড করতে প্র্রয়োজনীয় বিষয়
 
১. ইউ পি ওয়ার্ড কমিটি ব্যাপক প্রচার - প্রচারনার মাধ্যমে নির্ধারিত একদিন স্ব-ওয়ার্ডের সকল মহিলাকে জড়ো করবে ।

২. ঐ দিন যদি অন্তত ৫০০ মহিলা জড়ো হয় প্রত্যেকের সাক্ষাতকার নিতে হবে, নির্ধারিত ফরমে তাদের ঠিকানাসহ বিস্তারিত  লিখবে।

৩. সে ৫০০ জন থেকে ঐ ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত মহিলা ওয়ার্ড কমিটি বাছাই করবেন।

৪. বাছাই করে ইউনিয়ন ভিজিডি কমিটির নিকট প্রেরণ করবে।

৫. ইউপি ভিজিডি কমিটি চুডান্ত  অনুমোদন দিবে।

৬. দুঃস্থ  নারী, স্বামী পরিক্ত্যাতা, বিধবা, পঙ্গু স্বামী এধরনের নারীরা এতে অগ্রাধিকার পাবে ।

৭. ১৫ ডেসিমেলের কম জমি যদি হয়।

৮. ভিজিডি সুবিধা পাবে শুধু মহিলারা।

ওয়ার্ড কমিটির বিবরনঃ-

১. সভাপতি------- ওয়ার্ড মেম্বার
২. সদস্য--------- মহিলা মেম্বার
৩. সদস্য--------- এন,জি,ও কর্মী
৪. সদস্য--------- শিক্ষক
৫. সদস্য--------- গন্যমান্য একজন

   বি : দ্র : শেষোক্ত ৩ জন সদস্য মেম্বার নিবাচন করবেন।

১. ইউ পি ওয়ার্ড কমিটি ব্যাপক প্রচার - প্রচারনার মাধ্যমে নির্ধারিত একদিন স্ব-ওয়ার্ডের সকল মহিলাকে জড়ো করবে ।
 
ভিজিএফ ও ভিজিডি উভয় কার্ড করার নিয়ম প্রায় একই। তবে ভিজিএফ কার্ড  নারী-পুরুষ উভয়ের জন্য বিবেচ্য। কিন্তু ভিজিডি কার্ড শুধু নারীদের জন্য বিবেচ্য। 
 
ভিজিডি কার্ড করার নিয়মাবলীঃ-
 
 পদক্ষেপ সমূহ কাজকোথায় যাবেন  কার কাছে যাবেনকি কি কাগজপত্র লাগবে  কাজ সম্পুর্ণ হবার সময়সীমা খরচ (টাকা) গুরুত্বপূর্ণ পরামর্শ
 গ্রাহকের কাজসেবা প্রদানকারীর কাজ  ফি অন্যান্য খরচ
 প্রথম কাজ ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার, এন,জি,ও কর্মী , শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য একজন নিয়ে ইউ পি ওয়ার্ড কমিটি গঠন          
 দ্বিত্বীয় কাজ ইউ পি ওয়ার্ড কমিটি কর্তৃক ব্যাপক প্রচার প্রচারণা          
 তৃতীয় কাজইউ পি ওয়ার্ড কমিটি কর্তৃক ঘোষিত নির্ধারিত দিনে সাক্ষাতকার প্রদান করতে হবে (আনুমানিক ৫০০ জন মহিলার সাক্ষাতকার নেওয়া হবে)  ইউ পি ওয়ার্ড কমিটি অফিস নির্ধারিত ফরমে নাম    ঠিকানাসহ বিস্তারিত  লিখতে হবেউপস্থিতির সংখ্যা অনুযায়ী নাই নাই 
 চতুর্থ কাজ ৫০০ জন থেকে ঐ ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত মহিলা ওয়ার্ড কমিটি বাছাই করবেন  ১. দুঃস্থ  নারী, স্বামী পরিক্ত্যাতা, বিধবা, পঙ্গু স্বামী এধরনের নারীরা এতে অগ্রাধিকার পাবে।
২. ১৫ ডেসিমেলের কম জমি (প্রমান দেখাতে হতে পারে) যদি হয় তারা অগ্রাধিকার পাবে।
    
 পঞ্চম কাজ বাছাই করে ইউনিয়ন ভিজিডি কমিটির নিকট প্রেরণ করবেন       
 ষষ্ঠ কাজ ইউপি ভিজিডি কমিটি সমস্ত তথ্য যাচাই-বাছাই করে চুডান্ত  অনুমোদন দিবে       
 সপ্তম কাজ ভিজিডি কার্ড সংগ্রহ ভিজিডি কার্ড প্রদান ইউ পি ওয়ার্ড কমিটি অফিস দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ফরম জমাদানের রশিদসিরিয়াল অনুযায়ী