প্রতিবন্ধী ব্যক্তি বলতে অসুখে, দুর্ঘটনায়, চিকিত্সা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোন ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তা হলে সেই ব্যক্তিকে বুঝায়। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা শতকরা ১০ ভাগ। বাংলাদেশের সংবিধানের ১৫,১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম-সুযোগ ও অধিকার প্রদান করার কথা বলা হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে যে, সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাত্ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুজনিত কিংবা বৈধব্য, পিতৃ-মাতৃহীন বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ পরিস্থিতিজনিত কারণে অভাবগ্রস্থতার ক্ষেত্রে সরকারী সাহায্য লাভের অধিকার রয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণ আইনের তফসিলের 'ঝ' অংশে সামাজিক নিরাপত্তা সম্পর্কিত অধ্যায়ে বেকার, অসহায় ও বৃদ্ধ প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রবর্তনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল দুস্থ প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও তাদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সারা দেশে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করছে। বর্তমানে ফকিরহাট উপজেলায় ২১০ জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভাতা প্রদান কার্যক্রম ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে। সারাদেশে সকল উপজেলা এবং শহর এলাকার পৌরসভা ও সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী অচল, অক্ষম ও দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিগণ ভাতা কার্যক্রমের আওতাভুক্ত হয়ে থাকে।
কর্মকৌশল :
• সংশ্লিষ্ট এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ এবং তার মাধ্যমে প্রকৃত সংখ্যা ও প্রতিবন্ধীদের ধরণ নিরূপণ করা;
• প্রতিবন্ধীদের মধ্যে অসচ্ছল, অসহায় এবং দূর্বল অংশের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা;
প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী :
• বাংলাদেশের নাগরিক হতে হবে;
• মাথাপিছু বার্ষিক আয় ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকার উর্ধ্বে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;
• ভাতা প্রাপককে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;
• সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে;
• ৬ বত্সরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী;
• বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
• গরীব ও মানসিক প্রতিবন্ধী শিশু ও সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
অযোগ্যতা
• যে প্রতিবন্ধী ব্যক্তি বয়স্কভাতা বা সরকার কর্তৃক প্রদত্ত ভাতা পেয়ে থাকেন;
• অবসরপ্রাপ্ত কোন প্রতিবন্ধী ব্যক্তি যদি পেনশন পান।
প্রার্থী বাছাইয়ের মানদন্ড :
• ভাতা প্রাপক-কে অবশ্যই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইনের সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে;
• ভাতা প্রাপকের আর্থ-সামাজিক অবস্থা বাছাইকালে বিবেচনায় আনতে হবে;
• ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;
• ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে।
প্রতিবন্ধী ভাতার কমিটি ও কর্মপরিধি:
উপজেলা কার্যক্রম বাস্তবায়ন কমিটি :
১. উপজেলা নির্বাহী অফিসার ................................................ সভাপতি
২. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ............................. সদস্য
৩. ব্যাংক ম্যানেজার (যে ব্যাংকের মাধ্যমে ভাতা বিতরণ করা হবে) .......... সদস্য
৪. ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ষ্টেশন ............................................. সদস্য
৫. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ........................................... সদস্য
৬. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা কমিশনার ................. সদস্য
৭. উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ...................................... সদস্য
৮. স্থানীয় সমাজকর্মী- ১ জন .................................................. সদস্য
(উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
৯. মহিলা সমাজকর্মী -১ জন ................................................... সদস্য
(উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
১০. উপজেলা সমাজসেবা কর্মকর্তা .............................................. সদস্য
উপজেলা কার্যক্রম বাস্তবায়ন কমিটির কর্মপরিধি :
• প্রার্থী নির্বাচন
• প্রার্থীদের ভাতা প্রাপ্তি নিশ্চিতকরণ
• কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা
• স্থানীয় পর্যায়ে উদ্ভূদ্ধ সমস্যা নিরসন
• কার্যক্রম বাস্তবায়ন তদারকি, পরিদর্শন
• কার্যক্রম মূল্যায়ন ও পরিবীক্ষণ
• উচ্চতর কমিটির নির্দেশনা বাস্তবায়ন ও উচ্চতর কমিটির নিকট সুপারিশ প্রেরণ
• উপজেলা কার্যক্রম বাস্তবায়ন কমিটি প্রতি ৩ মাস অন্তর সভায় মিলিত হবে
ভাতা প্রদান পদ্ধতি :
• প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা প্রদান বাবদ বাজেটে বরাদ্দকৃত অর্থ সমান ২ (দুই) কিস্তিতে অবমুক্ত করে সোনালী ব্যাংকে ন্যাস্ত করা হবে।
• উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংকের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা পরিশোধ করা হবে। উপজেলা সদরে সোনালী ব্যাংকের কোন শাখা না থাকলে অন্য কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে ভাতা পরিশোধ করা হবে।
• পেনশনারদের পিপিও এর ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা পরিশোধের বই (পাশ বই) থাকবে। এই বইয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/কমিশনার/ প্রথম শ্রেণীর কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তা/পৌরসভার নির্বাহী কর্মকর্তা/সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা কর্তৃক ভাতা প্রাপকের সত্যায়িত ছবি থাকবে। প্রতিটি বইয়ে পৃথক নম্বর সন্নিবেশিত থাকবে। প্রার্থী তালিকা অনুমোদিত হওয়ার পর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা/বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সংশ্লিষ্ট ভাতা প্রাপকের নামের এ বই ইস্যু করবেন। এই বই ইস্যুর পর হিসাবরক্ষণ কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ব্যক্তির মাসিক ভাতা পরিশোধের জন্য স্থানীয় সোনালী ব্যাংক/অন্যান্য ব্যাংকে সংশ্লিষ্ট ব্যক্তির ছবিসহ ডি-হাফ প্রেরণ করবেন। তাতা প্রাপকগণ কোন কারণে পাশ বই হারিয়ে বা নষ্ট করে ফেললে স্থানীয় বাস্তবায়ন কমিটি বিষয়টি যাচাই বাছাইপূর্বক ডুপ্লিকেট পাশবই ইস্যু করার জন্য সুপারিশ করবে।
• হিসাবরক্ষণ কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার অফিসে ভাতা প্রাপকের নাম, ঠিকানা, ছবি ও নমুনা স্বাক্ষরসম্বলিত রেজিষ্টার সংরক্ষণ করতে হবে।
• অক্ষমতাজনিত কারণে অথবা অন্য কোন সঙ্গত কারনে কেহ ভাতা গ্রহণে অসমর্থ হলে স্থানীয় ওয়ার্ড সদস্য/প্রথম শ্রেণীর কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছবিসহ ভাতাভোগী কর্তৃক মনোনীত ব্যক্তি ভাতা গ্রহণ করতে পারবেন। ভাতাভোগী জীবিত আছেন মর্মে ভাতা গ্রহণের সময় বর্ণিত কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
• কোন ভাতা গ্রহীতা মৃত্যুবরণ করলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড সদস্য কর্তৃক মৃত্যু সম্পর্কিত সনদপত্র প্রদান নিশ্চিত করতে হবে। উপ-পরিচালক/সমাজসেবা কর্মকর্তা ভাতা গ্রহীতার মৃত্যু সম্পর্কিত বিষয়টি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কার্যালয়কে অবহিত করবেন।
• এ ভাতা মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। তবে কেহ এককালীন ভাতা উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে ভাতা উত্তোলন করবেন।
• উপজেলা, জেলা, শহরাঞ্চলসহ সকল ক্ষেত্রে ভাতা প্রাপকের সংখ্যা ও ভাতার পরিমাণ পরিপত্রের মাধ্যমে জানানো হবে এবং বর্ণিত সংখ্যক ব্যক্তিকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করতে হবে।
বিঃদ্রঃ সরকার নীতিমালার সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন এর ক্ষমতা সংরক্ষণ করে
প্রতিবন্ধী ভাতা ভোগী :
বেতাগা | শুভদিয়া | নখপুর | পিলজংগ | ফকিরহাট | মূলঘর | নলধা মৌভাগ | বাহিরদিয়া মানসা | মোট |
২২ | ২৩ | ২৮ | ২৬ | ৩৮ | ২৫ | ২৫ | ২৩ | ২১০ |
(আবেদনকারীর নিজে পূরণ ও স্বাক্ষর করিবেন অথবা কাহারো দ্বারা পূরণ করিয়া নিজে স্বাক্ষর ও টিপসই দিবেন)
বরাবর, ---------------------- ---------------------- ---------------------- বিষয়ঃ অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা মঞ্জুরীর জন্য আবেদন। | ছবি |
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি একজন.................... প্রতিবন্ধী ব্যক্তি। আমার বয়স ................ বত্সর। আমি সরকার কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্ধকৃত ভাতা প্রাপ্তির আবেদন করছি। আমার তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলোঃ
১. নাম :
২. পিতা/স্বামীর নাম :.....................................৩.মাতার নাম .........................................
৪. ঠিকানা :
বর্তমান:....................... ......................... ......................... | স্থায়ী: ....................... ........................... .......................... |
৫. বার্ষিক গড় আয়:
৬. স্বাস্থ্যগত অবস্থা : ক. চলাচলে সক্ষম খ. চলাচল অক্ষম
৭. প্রতিবন্ধীত্বের ধরন : ......................................................................................
৮. আর্থ সামাজিক অবস্থা :
(ক) জমিজমার পরিমান : ...........................................
(খ) বিবাহিত/অবিবাহিত : ..........................................
(গ) ছেলে-মেয়ের সংখ্যা : ..........................................
(ঘ) আবেদনকারীর স্বাক্ষর : ........................................
(ঙ) সনাক্তকারীর স্বাক্ষর : ..........................................
সুপারিশ : আবেদনকারীর বর্ণনা সত্য। তিনি ভাতা প্রাপ্তির যোগ্য/অযোগ্য। তাকে ভাতা প্রদান করা যেতে পারে/পারে না।
ইউনিয়ন পরিষদ সদস্য/চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের কমিশনারের স্বাক্ষর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস