Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

ই-সার্ভিস কর্মসূচি

মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যক্রম ই-সাভির্সের আওতাভূক্তকরণ

 

সময়ের সাথে সাথে আইসিটির গুরম্নতব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর আইসিটি বিহীন ভবিষ্যত চিমত্মা করা অসম্ভব। মানব সমাজের উন্নয়ন আইসিটি সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কার্যক্রম অনলাইনে ই-সার্ভিসের আওতায় নিয়ে আসা এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাসত্মবায়ন করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যক্রমের মাধ্যমে নাগরিকগন যাতে স্বল্প সময়ে প্রকৃত সেবা পেতে পারে সো লক্ষ্যে অধিদপ্তরের সকল সার্ভিস অনলাইনের মাধ্যমে চালু করা।

 

সকল তথ্যাদি জনগনের দোরগোড়ায় পোঁছে দেয়া ডিজিটাল বাংলাদের গড়ার মূল অঙ্গীকার। সরকারের এ অঙ্গীকার বাসত্মবায়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কার্যক্রম ই-সার্ভিসের আওতায় নিয়ে আসা অত্যমত্ম জরম্নরী।

 

যথাযথ ইলেকট্রনিক পদ্ধতি এবং অন্যান্য মাধ্যম ব্যবহার কালে সরকারী পর্যায়ের যাবতীয় তথ্য জনগনের কছে পৌঁছানোর ব্যবসাহা করার বিষয়ে আইসিটি নীতিমালায় ২০০৯ এ উলেস্নখ আছে।

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের সদর কার্যালয়, বিভাগ ও জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

তিনটি পর্যায়ে কার্যক্রমটি বাসত্মবায়িত হচ্ছে।

 

প্রথম বছর মহিলা বিষয়ক অধিদপ্তরের সদর কার্যালয়, ৭টি বিভাগ ও ৬৪টি জেলার ই সার্ভিস চালু করা হচ্ছে।

 

২য় বছর ৩৪৮টি উজেলায় এবং ৩য় বছর ১২৭টি উজেলায় ই-সার্ভিস কার্যক্রম সম্প্রসার করা হচ্ছে।

 

সদর কার্যলয়, বিভাগ, জেলা/উপজেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

বিদ্যমান কর্মসূচি সমূহের সফটওয়ার ডেভেলপ করা হচ্ছে।

 

বিসিসি এর সার্ভারে ডাটা হোষ্ট করা হয়েছে।

 

বর্তমানে এই কর্মসূচিতে তিনজন পরামর্শক কাজ করছেন

 

ই-সার্ভিসে যোগাযোগের নম্বরঃ ০২-৯৩৩০৭৮০